#Satyajit101 - Birthday Tribute To The Maestro
top of page

#Satyajit101 - Birthday Tribute To The Maestro



কলকাতা শহরের সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে সত্যজিৎ রায়ের জন্ম। বিংশ শতাব্দীর একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক, লিপিকলাবিদ এবং লেখক। সত্যজিৎ রায় ৩৭ টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী (১৯৫৫) ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। এর মধ্যে অন্যতম ১৯৫৬ কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) পায় “শ্রেষ্ঠ মানুষে-আবর্তিত প্রামাণ্যচিত্র” (Best Human Documentary) পুরস্কার। পথের পাঁচালী, অপরজিত (১৯৫৬) ও অপুর সংসার (১৯৫৯) – এই তিনটি তাঁর সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ১৯৯২ সালে একাডেমি সম্মানসূচক পুরস্কার (অস্কার) অর্জন কর। তিনি এছাড়াও ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১টি গোল্ডেন লায়ন, ২টি রৌপ্য ভল্লুক লাভ করেন। সত্যজিৎ রায় “রে রোমান” (Ray Roman) ও “রে বিজার” (Ray Bizarre) নামের দুইটি টাইপফেস নকশা করেন। এর মধ্যে রে রোমান ১৯৭০ সালে একটি আন্তর্জাতিক পুরস্কারও জেতে। চলচ্চিত্র জগতে পদার্পণের অনেক পরেও কলকাতার কিছু মহলে তিনি একজন প্রভাবশালী গ্রাফিক ডিজাইনার হিসেবে পরিচিত হন। আজ প্রথম সারির পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক যাদের চলচ্চিত্রের শিল্পগুণ, সহানুভূতি এবং মানবতার দিকটি সত্যজিতের মত তাদেরকে লন্ডন চলচ্চিত্র উৎসবের সময় থেকে "সত্যজিৎ রায় পুরস্কার" নামে একটি নিয়মিত পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৭ সালে ফ্রান্স সরকার তাকে লেজিওঁ দনর পুরস্কার প্রদান করেন। তার মৃত্যুর অল্প কিছু দিন আগে ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক পদক “ভারতরত্ন” প্রদান করেন। ১৯৯৩ সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান্টা ক্রুজ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড স্টাডি কালেকশন প্রতিষ্ঠা করে। ১৯৯৫ সালে ভারত সরকার চলচ্চিত্র বিষয়ে গবেষণার জন্য সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। বাঙালির শ্রেষ্ঠ চিত্র পরিচালক হয়ে একদিকে যেমন জয় করেচিলেন গোটা বিশ্ব, অন্যদিকে বিপ্লবের বীজ পুঁতেছিলেন ঘরকন্নার ছোট্ট পরিসর থেকেই। আর সেই ঘরকন্নাকে যিনি সব দিক দিয়ে সফল করেছিলেন, তিনি আর কেউ নন, সত্যজিৎ জায়া, প্রবাদপ্রতিম ব্যক্তির যোগ্য সহধর্মিনী বিজয়া রায়, যিনি তাঁর একপ্রকার আত্মীয়া। Forward Media Group pays tribute to Satyajit Ray on his 101st Birth Anniversary #HappyBirthday #SatyajitRay #ForwardMediaGroup #Netaji125

20 views0 comments
bottom of page