#PoetryMonday_07 - Poetry
top of page

#PoetryMonday_07 - Poetry

আমার শরীরে যদি কেউ বলাত নরম হাত,

কেউ নিত টেনে তার বক্ষ মাঝে খেতে আমাকে চুম্বন।

হয়তো একটু হলেও উড়ান পেতাম একটু হলেও স্বস্তি এই মরণ বাচন

কারো নিঃশ্বাসে যদি আমি ছেড়ে ফেলতাম যত আটকানো দম,

আর বলতাম তোমার গালের নরম শিল্প যত পাই তত কম।

যদি পারতাম আমি তোমার ভেজা কাপড়ে নিজের দুঃখ করতে উজার

হয়তো চলতে হতো না আমাকে এই পথ ধরে,

এই পথে আজ লেগেছে বাজার।

পারতাম যদি করতে সমর্পণ সব,

চাইলে তো পাড়ি দিতে সবই এখনই

কিন্তু আমার চিত্ত আজও নিরব।

হয়তো পেলে কাছে আদরের মাঝে বলে ফেলতাম,

জানিনা কি সব।


যদি বলতে আমায় চাও তোমার চক্ষু সামনে,

বা যদি বলতে তুমি রাখতে চাও আমাকে তোমার মনে,

বট গাছের ছায়ার মতো,

তুমি আমায় দিতে হাওয়া

আমি যেতাম ভুলে সব আমার হয়ে গেছে সব পাওয়া।



7 views0 comments

Recent Posts

See All
bottom of page