বিজয়া - #Poetry_06
Updated: Oct 12, 2022
শারদীয় রৌদ্রে আবার সেই আঁধারের অকাল,
বছরের পর বছর কেবল কিছুদিনের প্রত্যয়
মা আর কি করবে?
তাকেও তো বাড়ি যেতে হয়।
কেবলি – কেমন? কেন? কি করে?
মায়ের মূর্তি আজকে যাবে সরে,
প্য়ান্ডেল থেকে আজকে ফিরে যাবে যে যার ঘরে।
বছর এক এখনো অপেক্ষা,
তারপর মা কুমারটুলি হয়ে আবার থেকে হাটা
ততদিন জীবন জেলে আমরা আবার আসামী
বাসন্তী আজকে আর থাকছে না,
আজ যে দশমী।
ওরে মা!
থাক না আর একটু, যাসনি এত জলদি ফিরে
তুই গেলে যে কিছুই ভালো লাগেনা,
কারন আমার মরণবচন সবই তোকে ঘিরে।
ফরওয়ার্ড মিডিয়া গ্রুপ -র পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন; হাসি-খুশি থাকুন; আসছে বছর আবার হবে ।
