top of page

মুক্তি #PoetryMonday_04

চারিপান হইতে স্তব্ধ নিশিতে,

কণ্ঠিধনী বাধিছে বুকেতে।

বিপ্লবের এই আর্তনাদ আজ,

রক্ত তাপায়ে পূর্ণ দেশেতে।


আমি বলি - "মা”,

তোমার হস্তে, রক্ত মাখা শৃঙ্খলের এই যন্ত্রণা,

স্বাধীনতা তোমার, মুক্তি তোমার,

হোক মোর একমাত্র বাসনা।

যে রাণীর তাড়নায় আজ মায়ের মন ব্যাথিত,

সেই রাণীরই করবো মাগো ভয় হৃদয় কম্পিত।"


নিত্য দেখি রক্তপাত,

শুনি অন্তরের এই চিৎকার।

মাগো তুমি স্বাধীন হবে,

তলিয়ে যাবে অন্ধকার।


শোনো কান পেতে, শোনো সকলে,

"বন্দে মাতরম" এর এই হুংকার।

ভারত মায়ের সন্তান আমরা,

এ মোর জাতীয় অহংকার।


জাগো সকলে, জাগো হে ভারত বাসী,

একত্র হয়ে আজ বন্ধ করি এই ব্রিটিশ অট্টহাসি।

উল্লাসেতে ফিরবো আজ, না হয় শহীদ স্মরণে,

স্বাধীন মায়ের নাম আজ, হোক রাষ্ট্র ত্রিভুবনে ।।



14 views0 comments

Recent Posts

See All